Tuesday, July 19, 2011

আমাদের অনুমতি ছাড়াই ফেইসবুক হোম পেজ এ বন্ধুদের আপডেট বন্ধ করে দিচ্ছে

২০১০ সালের শেষ দিক থেকে খেয়াল করছি, ফেইসবুক আমাদের অনুমতি ছাড়াই অনেক বন্ধুর নিউজ ফিড হোম পেজ এ প্রদর্শন বন্ধ করে দিচ্ছে। একটু বিস্তারিত বলিঃ যদি কিছুদিন ব্যস্ততার কারণে আমি আমার কোন বন্ধুর সাথে যোগাযোগ করতে না পারি অথবা সে আমার সাথে যোগাযোগ করতে না পারে কিংবা আমরা কারো পোস্টে কমেন্ট অথবা লাইক না দেই তবে ফেইসবুকের অটোমেটেড সিস্টেম বন্ধুদের মাঝে নিউজ ফিড দেয়া বন্ধ করে দেয়। এটা অন্যায় এবং বন্ধুদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। হয়ত আমি ভাবি আমার সেই বন্ধু স্ট্যাটাস দেয় না, আর সে ভাবে নতুন ছবি আপলোড করলাম কিন্তু বন্ধু কমেন্ট দিল না। আমাদের অজান্তে এভাবে সম্পর্ক নষ্ট হচ্ছে। অপরদিকে গুরুত্বপুর্ণ ফ্যান পেজ গুলোর আপডেট আমরা পাচ্ছি না। অনেকদিন থেকে Voluntary Blood Donors (V.B.D) নামে রক্তদান সংক্রান্ত একটি পেজ চালাচ্ছি। আমি এবং আশিক ভাই নিয়মিত খেয়াল রাখি, কেউ ওয়ালে রক্তের গ্রুপ, ঠিকানা এবং ফোন নম্বর লিখলে আমরা ফ্যান পেজ এ স্ট্যাটাস দিয়ে দেই। এভাবে ভালোই চলছিল, অনেক Blood Donor পাওয়া যাচ্ছিল কারণ নতুন প্রজন্মের মাঝে অপরকে সাহায্য করা মানসিকতা রয়েছে। কিন্তু ইদানিং রক্তের চাহিদার কথা জানিয়ে স্ট্যাটাস দিলে কোন response পাওয়া যাচ্ছে না। আমরা খুবই হতাশ যে এভাবে একটি ভালো কাজ প্রায় বন্ধ হতে বসেছে ফেইসবুকের স্বেচ্ছাচারিতার কারণে। বিস্তারিত জানতে এই How Facebook Secretly Ends Your Relationships লিংকটি ভিজিট করুন।

1 comment:

  1. মাজেদুল ভাই,
    জানি না এটা বলে কোন লাভ হবে কিনা...ঠিক যেমন বলেছেন,"কেন লিখছি জানিনা, হয়তো এ শুধুই নিজের সাথে কথা বলা..." বিষয়টা আমার প্রথমদিকে সন্দেহ হয়েছিল। তারপর পরিচিতজনেরা যখন বলেছে যে, এখান থেকে রেসপন্স পাওয়া যায় না, কী যে খারাপ লেগেছিল! এই Voluntary Blood Donors (V.B.D) নিয়ে আসলে অনেক স্মৃতি জমা হয়ে গেছে এর মাঝেই! এভাবে তার শেষ হতে থাকবে ভাবিনি!
    এ লেখা খুব সম্ভবতই ফেসবুক পর্যন্ত যাবে না...হয়তো আরো অনেক লেখাকে অনুপ্রাণিত করবে...এবং তারপর ফেসবুক তাদের কমিউনিকেশন্স সেটিংসটা ঠিক করবে!

    ReplyDelete